ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

বেশি দামে আলু বিক্রি ও মজুদ করায় ৫০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, অক্টোবর ২৭, ২০২০
বেশি দামে আলু বিক্রি ও মজুদ করায় ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে আলু মজুদ করা ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করার অপরাধে এক প্রতিষ্ঠান এবং দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলায় প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা বাংলানিউজকে জানান, সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে আলু মজুদ করা ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রির অপরাধে কৃষি বিপণন আইন-২০১৮ এর ১৯ (১) (ঞ), (ঠ) ধারা অনুযায়ী শিবগঞ্জের আগমনী কোল্ড স্টোরেজকে ২০ হাজার টাকা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে ও রশিদ ছাড়া আলু বিক্রি করার অপরাধে শিবগঞ্জের দুই পাইকারি ব্যবসায়ী সাগর ও বিদ্যুৎ মাস্টারকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ