ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

মহাদশমীতে মণ্ডপে মণ্ডপে বিষাদের ছাপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, অক্টোবর ২৬, ২০২০
মহাদশমীতে মণ্ডপে মণ্ডপে বিষাদের ছাপ মণ্ডপে মণ্ডপে বিষাদের ছাপ

বরিশাল: আজ সোমবার মহাদশমী। মণ্ডপে মণ্ডপে বিষাদের ছাপ।

দেবী আজ চলে যাবেন পিত্রালয় থেকে স্বর্গালোকে। সকাল ৭ টায় শুরু হয়েছে দশমীর পূজা।

বরিশাল জগন্নাথ দেব মন্দিরের পুরোহিত রাজীব বণিক বাংলানিউজকে বলেন, সোমবার সকাল ৭টা থেকে দশমী পূজা শুরু হয়। আটটায় ভক্তরা অঞ্জলি নিয়েছে।  চারটায় হবে সিঁদুর খেলা। এরপরই মায়ের প্রতিমা বিসর্জন হবে কীর্তনখোলা নদীতে।  

মন্দিরে আগত ভক্তরা বলেন, আজ মায়ের বিদায় হবে। মায়ের বিসর্জনের মধ্যদিয়ে করোনা মহামারি দূর হয়ে আমরা যেন ফের নতুন করে আগের ন্যায় সুখে বসবাস করতে পারি এমন কামনা করছি।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।