কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. আবু তালেব মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৭ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা যায়, ভোর ৪টার দিকে গ্যাস্ট্রিকজনিত সমস্যায় অসুস্থতা অনুভব করলে তাকে কারা অধিদপ্তরের সরকারি বাসা থেকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। পরে ল্যাবএইড হাসপাতাল এবং সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ইসিজি করার পর তাকে মৃত ঘোষণা করেন।
আবু তালেবের গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মো. জাহাঙ্গীর কবির তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তার মৃত্যুতে কারা অধিদপ্তরসহ আমরা সবাই শোকাহত। তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি।
এজেডএস/আরবি