ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

বেগমগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, অক্টোবর ২৫, ২০২০
বেগমগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে বিল্লাল হাসেন সুমন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার বিষয়টি জানান।

 

গ্রেফতার সুমন একই উপজেলার চৌমুহনী পৌর করিমপুর আলো ব্যাপারী বাড়ির খালপাড়ের কামাল উদ্দিন ওরফে হুক্কার ছেলে।

ওসি কামরুজ্জামান শিকদার জানান, মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে সমুনকে আসামি করে শনিবার (২৪ অক্টোবর) বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে দিনগত রাতেই সুমনকে গ্রেফতার করে পুলিশ।

গত ২৩ অক্টোবর দিনগত রাত ২টার দিকে বসতঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।