ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, স্বামী-সন্তান আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, অক্টোবর ২৫, ২০২০
দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, স্বামী-সন্তান আহত প্রতীকী

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাকচাকায় সুবর্ণা রাণী (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার স্বামী মহেন্দ্র রায় (৩৫) ও সন্তান কাব্য রায় (২)।

  

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নতুনবন্দর মগবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুবর্ণার বাড়ি একই উপজেলার সনাহার ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে বিকেলে স্বামীর মোটরসাইকেলে সন্তানকে নিয়ে বিভিন্ন মন্দিরে ঘুরতে যান সুবর্ণা। সন্ধ্যার দিকে তারা মোটরসাইকেলে করে বাড়ি ফেরছিলেন। পথে নতুনবন্দর মগবাজার এলাকায় এলে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সুবর্ণা এবং আহত হন আরোহী স্বামী মহেন্দ্র রায় ও সন্তান কাব্য।

এদিকে গুরুতর আহত কাব্যকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বাংলানিউজকে সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।