ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

আদ-দ্বীনে ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৭, অক্টোবর ২৪, ২০২০
আদ-দ্বীনে ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত জানাজা/ ছবি: শাকিল আহমেদ

ঢাকা: সাবেক অ্যাটর্নি জেনারেল ও খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম জানাজা তার প্রতিষ্ঠিত আদ-দ্বীন হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পরে প্রথম জানাজায় ইমামতি করেন আদ-দ্বীন জামে মসজিদের ইমাম হাফেজ সাইদুল ইসলাম।

এরপর তার মরদেহ নিজ বাসায় নেওয়া হয়েছে।

ব্যারিস্টার রফিক-উল হকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এরপর দুপুর দুইটায় তার কর্মস্থল সুপ্রিম কোর্টে হবে তৃতীয় জানাজা। সুপ্রিম কোর্টে জানাজা শেষে বনানী কবরস্থানে প্রবীণ এই আইনজীবীকে দাফন করা হবে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
কেআই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।