মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান বাংলানিউজকে বলেন, সৌদি ফেরত ৪০৯ জনকে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী কারো শরীরে করোনা ভাইরাসের লক্ষণ বা উপসর্গ না পাওয়া গেলেও ইমিগ্রেশন শেষে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।
এর আগে বিমানের বিশেষ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।
সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত রোববার (১৫ মার্চ) থেকে রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনায় বিমানের সব ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে। আগামী দুই সপ্তাহ এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে কেউ দেশে ফিরতে আসতে পারবেন না। তাই সৌদিতে আটকে পড়া ওমরাহ যাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট পাঠিয়েছিল বিমান।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
টিএম/আরআইএস/