ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, মার্চ ১৭, ২০২০
বরিশালে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

বরিশাল: বরিশালে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) প্রথম প্রহরে আতশবাজি আর সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।

সকালে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া সকাল ৯টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সংলগ্ন বন্ধবুন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাদের শ্রদ্ধা জানানো শেষে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ শ্রদ্ধা জানান।

মেয়র বলেন, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রীর ইচ্ছা বাস্তবায়নে তাদের অগ্রযাত্রার কর্মসূচি অব্যাহত থাকবে।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবিলা আর স্বাধীনতাবিরোধী, জঙ্গিবাদসহ নানা অপশক্তি দূর করাই হলো মুজিববর্ষে তাদের লক্ষ্য।

এছাড়া নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।