ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

বিদেশি নাগরিকরা ভিসার মেয়াদ আরও ৩ মাস বাড়াতে পারবেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, মার্চ ১৬, ২০২০
বিদেশি নাগরিকরা ভিসার মেয়াদ আরও ৩ মাস বাড়াতে পারবেন

ঢাকা: করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকরা নিজেদের ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়াতে পারবেন। এছাড়া করোনা আক্রান্ত দেশ থেকে বাংলাদেশে যেসব বিদেশি নাগরিক আসবেন, তাদের দুই সপ্তাহ সেল্ফ কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সোমবার (১৬ মার্চ) থেকে এই নিয়ম কার্যকর হবে বলে ঢাকার বিদেশের মিশনগুলোকে চিঠি পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার বিভিন্ন দূতাবাস, হাইকমিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকরা তাদের ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়াতে পারবেন।

১৬ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত ইউরোপের দেশগুলোর সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ থাকবে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সময়ে ইউরোপীয় দেশগুলোর নাগরিকদের বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসাও বন্ধ থাকবে। তবে যুক্তরাজ্য এর আওতার বাইরে থাকবে।

এদিকে, কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তি, যাদের ভিসা রয়েছে, তারা বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। তাদের প্রবেশ শিথিল থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।