ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

করোনা সন্দেহে সোনাইমুড়ীতে কোয়ারেন্টাইনে ইতালি প্রবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, মার্চ ১২, ২০২০
করোনা সন্দেহে সোনাইমুড়ীতে কোয়ারেন্টাইনে ইতালি প্রবাসী

নোয়াখালী: করোনা ভাইরাস সন্দেহে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে ইতালি ফেরত আব্দুস শাক (৩৪) নামে এক যুবককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে শাক জ্বর নিয়ে বজরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে কর্তব্যরত চিকিৎসক তার উপসর্গগুলো দেখে করোনা সন্দেহে হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকার পরার্মশ দেন। বর্তমানে তিনি হাসপাতালের কোয়ারেন্টাইনে রয়েছেন।

জানা যায়, গত ৬ মার্চ ইতালি থেকে বজরা নিজ গ্রামের বাড়িতে আসেন শাক। ইতালি থেকেই তিনি জ্বরে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে তার উপসর্গগুলো দেখে করোনা সন্দেহে তাদের হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকার পরার্মশ দেন।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মমিনুর রহমান বাংলানিউজকে জানান, বর্তমানে তাকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে পরীক্ষা করা ছাড়া তার শরীরে করোনার জীবানু আছে কিনা তা বলা যাবে না।

তিনি আরও জানান, ঢাকা রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইন্সটিটিউটকে (আইইডিসিআর) বিষয়টি জানানো হয়েছে। তার রক্তের নমুনা সংগ্রহের জন্য শুক্রবার আইইডিসিআরের একটি দল বজরা হাসপাতালে আসছেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।