ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

শিবচরে বাসচাপায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, মার্চ ১২, ২০২০
শিবচরে বাসচাপায় যুবকের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চর সংলগ্ন বন্দরখোলা ব্র্যাক অফিসের সামনে বাসচাপায় কাওসার বেপারী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। কাওসার পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি।

তিনি মাদবেরচর এলাকার হালান বেপারীর ছেলে।

জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী বনফুল পরিবহনের একটি বাস পাঁচ্চরের বন্দরখোলা এলাকায় আসলে কাওসার নামের যুবক রাস্তা পার হতে থাকে। এসময় বাসটি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৩টার দিকে তিনি মারা যান।

পাঁচ্চর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির যাত্রীবাহী বাসচাপায় তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী আগেই পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।