ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

চাটখিলে ২ ইটভাটাকে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, মার্চ ১১, ২০২০
চাটখিলে ২ ইটভাটাকে জরিমানা 

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলার যমুনা ব্রিকস ও স্টার ব্রিকস নামে দুই ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ) বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।

আদালত জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আওতায় দুটি ইট ভাটার প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

এসময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর সৌমেন মৈত্র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চাটখিল সার্কেল ও আইন-শৃঙ্খলা রক্ষায় ছিলেন চাটখিল থানা পুলিশ।  

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।