ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এসিটি শিক্ষকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, মার্চ ১১, ২০২০
অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এসিটি শিক্ষকরা অবস্থান কর্মসূচিতে এসিটি শিক্ষকেরা। ছবি: শাকিল আহমেদ/বাংলানিউজ

ঢাকা: চাকরি স্থায়ীকরণের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে বাংলাদেশ অতিরিক্ত শ্রেণি শিক্ষক ঐক্য পরিষদ (এসিটি)।

বুধবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে।  

সংগঠনটির সভাপতি মো. রুহুল আমিন বলেন, চাক‌রি স্থায়ীকর‌ণের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত সকাল-সন্ধ্যা আমাদের অবস্থান কর্মসু‌চি চলবে।

এই কর্মসূচিতে এখন পর্যন্ত আমাদের সাতজন শিক্ষক অসুস্থ্য হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা  নিয়েছেন। শিগগির আমাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

সংগঠনের প্রধান উপ‌দেষ্টা মো. মা‌হিউ‌দ্দিন মা‌হি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুপা‌রিশ ও প্রতিবার শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের পরও গত ২৬ মাস বিনা বেতনে পাঠদান করেও চাকরি স্থায়ীকরণ হয়নি। অভিজ্ঞতা ও মাধ্যমিক পর্যায়ে বিশেষ অবদান এবং মানবিক দিক বিবেচনা করে চাকরি স্থায়ীকরণ, বিনাশর্তে দ্রুত এসইডিপি প্রোগ্রামে আমাদের নেওয়া হোক। মুজিববর্ষকে সামনে রেখে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এমএমআই/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।