ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, মার্চ ১১, ২০২০
উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় কুতুপালং মধুরছড়া ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। রোহিঙ্গাদের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। 

বুধবার (১১ মার্চ) বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে মো. ইউসুফ (৩৭) নামের ওই যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করে। ইউসুপ মধুরছড়া ৩ নম্বর রোহিঙ্গা শিবিরের শামসুল হকের ছেলে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার বাংলানিউজকে জানান, আমি ঘটনাস্থলেই আছি। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা উদঘাটন করা যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, রোহিঙ্গাদের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এসবি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।