ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

ড. কামাল চৌধুরীর সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, মার্চ ৪, ২০২০
ড. কামাল চৌধুরীর সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ ড. কামাল চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনার ইউরিয়া।

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনার ইউরিয়া।

বুধবার (৪ মার্চ) জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ড. কামাল আবদুল নাসের চৌধুরীর কার্যালয়ে তারা এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনের প্রস্তুতির নানা বিষয় নিয়ে তারা মতবিনিময় করেন। এ সময় দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে আলোকপাত করে রাষ্ট্রদূত মুজিববর্ষ উদযাপনের বর্ণাঢ্য আয়োজনে কসোভোর অংশগ্রহণের বিষয়ে তার সরকারের আগ্রহের কথা জানান।

বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে কসোভোর জনগণকে জানানোর নানা উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
টিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।