ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

ট্রেড লাইসেন্স না থাকায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, মার্চ ৪, ২০২০
ট্রেড লাইসেন্স না থাকায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা বরিশালে লঞ্চঘাটে অভিযান চালানো ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাংলানিউজ

বরিশাল: ট্রেড লাইসেন্স না থাকায় বরিশাল নগরের লঞ্চঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (০৪ মার্চ) দুপুরে বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে ট্রেড লাইসেন্স না থাকায় লঞ্চঘাট এলাকার ভাই ভাই সুজ, পরশমণি সুজ ও কালাম সুজকে এক হাজার টাকা করে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের স্যানিটরি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, জরিমানা করা ছাড়াও ওই এলাকায় বিভিন্ন খাবার হোটেল পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত। হোটেলগুলোকে সবসময় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের মালামাল রেখে অবৈধভাবে ফুটপাত দখল না করার জন্যও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স সুপারেনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০০ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।