ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

মুজিববর্ষে ফেনী জেলা শিক্ষা অফিসে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, মার্চ ৪, ২০২০
মুজিববর্ষে ফেনী জেলা শিক্ষা অফিসে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ফেনী জেলা শিক্ষা অফিসে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন। ছবি: বাংলানিউজ

ফেনী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষকে সামনে রেখে ফেনীতে জেলা শিক্ষা অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে এ উপলক্ষে আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্ল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন।

 

এতে আরও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম। এতে জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার তিনশ’র বেশি শিক্ষক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শের ওপর বই, ডকুমেন্টারি, ভিডিও’র একটি বিরাট সংগ্রহশালা তৈরি করা হয়েছে। জেলা শিক্ষা অধিদপ্তর আয়োজিত দপ্তর ও সংস্থাসমূহের কর্মকর্তা ও কর্মচারীগণ ‘বঙ্গবন্ধু কর্ণার’ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর জ্ঞান অর্জন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এসএইচডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।