ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

তেঁতুলিয়ায় দুই ট্রলির সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, ফেব্রুয়ারি ১৮, ২০২০
তেঁতুলিয়ায় দুই ট্রলির সংঘর্ষে নিহত ১

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দুই ট্রলির সংঘর্ষে মাসুদ (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাসুদ দেবীগঞ্জ উপজেলার পামুলির হাট এনায়েতপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড়-বাংলাবান্ধা সড়ক থেকে ট্রলিতে পাথর লোডের জন্য বাংলাবান্ধা এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এসময় মাসুদ ট্রলি থেকে সিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মাসুদের মা পিয়ারা বেগম বাংলানিউজকে জানান, অভাবের সংসারে দীর্ঘদিন ধরে মাসুদ বাংলাবান্ধায় শ্রমিকের কাজ করে আসছিল। গত কিছুদিন আগে মাসুদ বাড়িতে যায় এবং সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে আসার সময় পাথর ভাঙা মেশিনের কাজের জন্য তিনি সঙ্গে আসেন। কিন্তু একটা দিন না যেতেই ছেলেকে হারালাম।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন মাসুদের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।