ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

বাড্ডায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, ফেব্রুয়ারি ১৮, ২০২০
বাড্ডায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক আটকরা র‌্যাব হেফাজতে।

ঢাকা: রাজধানীর বাড্ডা থেকে দুই মাদক ব্যবসায়ীকে ৩৬ কেজি গাঁজাসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়।

আটক দু'জন হলেন- শরিফুল ইসলাম (২৫) ও  মাইনুদ্দিন ওরফে আবন (২৪)।

র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শাফী উল্লাহ বুলবুল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র‌্যাবের একটি দল রাজধানীর বাড্ডা থানাধীন প্রগতি সরণিতে অভিযান চালিয়ে আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা, নগদ আট হাজার ২২০ টাকা ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। হবিগঞ্জের সীমান্ত এলাকা থেকে তারা গাঁজা এনে রাজধানী ঢাকাসহ আশপাশের মাদক বিক্রেতাদের কাছে পাইকারি মূল্যে সরবরাহ করেন।

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র‌্যাবের সিও শাফী উল্লাহ বুলবুল।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এমএমআই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।