ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

পটুয়াখালীতে মহিলা সংস্থার নতুন চেয়ারম্যানের প্রতি অনাস্থা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, ফেব্রুয়ারি ১৮, ২০২০
পটুয়াখালীতে মহিলা সংস্থার নতুন চেয়ারম্যানের প্রতি অনাস্থা

পটুয়াখালী: জাতীয় মহিলা সংস্থার পটুয়াখালী জেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে সদ্য দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান খাদিজা আবেদীনের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করেছেন সংস্থাটির চার সদস্য।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর কাছে এ চার সদস্য পদত্যাগপত্র জমা দেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর দেওয়া পদত্যাগ পত্রে বলা হয়েছে, ২০ জানুয়ারি জাতীয় মহিলা সংস্থা পটুয়াখালী জেলার নতুন কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটিতে যাকে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে তার অযোগ্যতা, অদক্ষতা এবং অজ্ঞতার কারণে সদস্যরা স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করেছেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংস্থার সভাপতি পদে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি মহিলা সংস্থার একজন কর্মচারী হিসেবে ছিলেন।

পদত্যাগ করা সদস্যরা হচ্ছেন- সাজিয়া আফরিন, নিশাত জাহান মুক্তা, মাকসুদা লাইজু, সুলতানা জাসরিন পলাশ।

জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, চার জনের পদত্যাগপত্র পেয়েছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এটি প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরবর্তী উদ্যোগ গ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ০৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।