ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১২, ফেব্রুয়ারি ১৮, ২০২০
আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

পটুয়াখালী: পটুয়াখালী পৌর এলাকার কালিকাপুর আবাসিক হোটেল থেকে সোবাহান (৬০) নামের একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার এ আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার কালিকাপুর আবাসিক হোটেলের একটি কক্ষ বদ্ধ অবস্থায় দেখতে পায় হোটেল কর্তৃপক্ষ।

পরে পুলিশকে খবর দেওয়া হয় হোটেল থেকে। পুলিশ পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে। এসময় একটি মোবাইল ফোন ও চিরকুটসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কালিকাপুর আবাসিক হোটেল থেকে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।