ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৫, ফেব্রুয়ারি ১৭, ২০২০
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী: রাজশাহীর বাগমারায় পৌর আওয়ামী লীগের সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ও সময় টিভির সাংবাদিক পাপ্পুর ওপর সন্ত্রাসী হামলা ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরের জিরোপয়েন্ট এলাকায় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি শ ম সাজুর সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন- স্থানীয় দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য জাবীদ অপু, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ রফিক আলম, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান রকি, দৈনিক সমকাল ও ডিবিসি নিউজের ব্যুরো প্রধান সৌরভ হাবিব, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আনিসুজ্জামান, দৈনিক সোনালী সংবাদের সাংবাদিক ও মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি পাপ্পুসহ সারাদেশের সব সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা কখনোই কারো কাম্য হতে পারে না। অবিলম্বে তারা পাপ্পুর ওপর সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে রাজশাহীর সব প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতারা একাত্মতা ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।