ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

রামগতিতে ধর্ষণ মামলার ৩ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, ফেব্রুয়ারি ১৭, ২০২০
রামগতিতে ধর্ষণ মামলার ৩ আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে কিশোরী গণধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। এরআগে রোববার রাতে তাদের উপজেলার চৌধুরী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

আসামিরা হলেন- চর আফজল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. মিরাজ (২২), মো. নুরনবীর ছেলে মো. ইউসুফ (২৭), মৃত আবদুল হালিমের ছেলে মো. ওসমান (২৫)।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বাংলানিউজকে বলেন, গত ২৩ জানুয়ারি রাতে চর আফজাল গ্রামের এক কিশোরী ঘর থেকে বের হলে জোর করে পাশের বাগানে নিয়ে রাতভর গণধর্ষণ করে ওই তিন বখাটে যুবক। গোপন ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।