ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

না’গঞ্জে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, ফেব্রুয়ারি ১৭, ২০২০
না’গঞ্জে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। দশদিনের রিমান্ড চেয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন-বন্দরের একরামপুরের ইস্পাহানী এলাকার দুলালের ছেলে হোসেন (২৭) ও মুন্সিগঞ্জের মোক্তারপুর এলাকার জাকির হোসেন ছেলে ইয়ার হোসেন পায়েল (৩২)। সোমবার ভোরে বন্দরের একরামপুর ও মুন্সিগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) সফিউদ্দিন বাংলানিউজকে জানান, প্রথমে হোসেনকে অস্ত্রসহ গ্রেফতার করার পর সে জানায় পায়েলের কাছ থেকে সে অস্ত্র নিয়েছে। পরে তার তথ্যমতে পায়েলকে গ্রেফতারের পর জানা যায় পায়েল তার কাছে অস্ত্রটি বিক্রি করেছিল। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।