ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

পাঠাওচালক শামীম হত্যার ঘটনায় আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, ফেব্রুয়ারি ১৭, ২০২০
পাঠাওচালক শামীম হত্যার ঘটনায় আটক ৩ ছবি: প্রতীকী

ঢাকা: আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকায় চাঞ্চল্যকর পাঠাওচালক শামীমকে (৩০) গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-১)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে জানান র‍্যাব-১ স্কোয়াডের কমান্ডার এএসপি সালাউদ্দিন।

তিনি জানান, পাঠাওচালক শামীমকে গলা কেটে খুনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

ভিকটিমের ব্যবহৃত মোবাইল ও হত্যাকারীর রক্তমাখা প্যান্ট উদ্ধার করা হয়েছে।

এছাড়া, সোমবার দুপুর ১টায় রাজধানীর উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে, জানান তিনি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে আশুলিয়া এলাকায় একটি বাঁশঝাড় থেকে পাঠাওচালক শামীমের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় সংশ্লিষ্টরা জানান, শামীমকে খুন করে তার মোটর সাইকেলটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
পিএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।