ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

বেনাপোলে ফেনসিডিলসহ আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০১, ফেব্রুয়ারি ১৭, ২০২০
বেনাপোলে ফেনসিডিলসহ আটক ১ ফেনসিডিলসহ আটক মাদক বহনকারী। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তে গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে হাসান (১৯) নামে এক মাদক বহনকারীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তাকে গাজীপুর গ্রাম থেকে আটক করা হয়।

আটক হাসান পুটখালী গ্রামের  বাসিন্দা।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক বহনকারী হাসানকে আটক করা হয়। এসময় তার শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামিকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সোমবার( ১৭ ফেব্রুয়ারি) যশোর আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়:  ১৯৫১ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।