ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

ডিইউজে জনকণ্ঠ ইউনিটের চিফ রাজন ভট্টাচার্য, ডেপুটি পলাশ দাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৮, ফেব্রুয়ারি ৯, ২০২০
ডিইউজে জনকণ্ঠ ইউনিটের চিফ রাজন ভট্টাচার্য, ডেপুটি পলাশ দাস

ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) জনকণ্ঠ ইউনিটের নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনিট চিফ নির্বাচিত হয়েছেন সিনিয়র রিপোর্টার রাজন ভট্টাচার্য। অন্যদিকে ডেপুটি ইউনিট চিফ হিসেবে পলাশ চন্দ্র দাসও পুনর্নির্বাচিত হয়েছেন। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) জনকণ্ঠ ভবনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে আগামী ২ বছরের জন্য নতুন নেতৃত্ব ঠিক করা হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি খন্দকার মোজাম্মেল, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী ও নির্বাহী সদস্য গোলাম মোস্তফা ধ্রুব।

২০১৮ সালের ২৫ মে জনকণ্ঠ ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর দ্বিতীয়বারের মতো এ নির্বাচন অনুষ্ঠিত হলো। এতে জনকণ্ঠের সাংবাদিক, কর্মচারী সবাই উপস্থিত ছিলেন।  

ইউনিট চিফ হিসেবে রাজন ভট্টাচার্যের নাম প্রস্তাব করেন সিনিয়র রিপোর্টার বিভাষ বাড়ৈ। সবাই তার ওই প্রস্তাব সমর্থন করেন। অন্যদিকে ডেপুটি ইউনিট চিফ হিসেবে পলাশ চন্দ্র দাসের নাম প্রস্তাব করেন সিনিয়র রিপোর্টার ফিরোজ মান্না। তার ওই প্রস্তাবেও সবাই সমর্থন জানান।

পরে নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক জনকণ্ঠের বার্তা সম্পাদক এম. এ. হামিদুজ্জামান, ফিরোজ মান্না, বিভাষ বাড়ৈ, মিথুন আশরাফ, গাফফার খান চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
টিআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।