ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

যাত্রাবাড়ীতে তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৪, ফেব্রুয়ারি ৮, ২০২০
যাত্রাবাড়ীতে তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর সামাদ নগর এলাকায় তরুণীকে গণধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই তরুণীর বয়স আনুমানিক ১৭ বছর।

তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকেন ও স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যাত্রাবাড়ী সামাদ নগর এলাকায় একটি পরিত্যক্ত ভবনে তাকে চারজন মিলে গণধর্ষণ করেছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেন ওই তরুণী। পরে তার অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যায় পরীক্ষা-নিরীক্ষার জন্য তরুণীকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকি তিন আসামিকে ধরতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি মাজহারুল।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।