ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

বেনাপোল সীমান্তে ৩০ স্বর্ণের বারসহ আটক ২

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, ফেব্রুয়ারি ৮, ২০২০
বেনাপোল সীমান্তে ৩০ স্বর্ণের বারসহ আটক ২

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ৩০টি স্বর্ণের বারসহ দু’জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় যশোর ৪৯ বিজিবি।

আটকরা হলেন- ওই গ্রামের আজিজুল ধোপার ছেলে রনি (৩৫) ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইকবাল হোসেন (৩৪)।

বিজিবি জানায়, বড় আঁচড়া গ্রাম দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাঁচার হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সেখানে অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বারসহ রনি ও ইকবালকে আটক করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বাংলানিউজকে জানান, আটক ওই দু’জনকে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বারগুলোসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।