ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

মধুপুরে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, ফেব্রুয়ারি ৮, ২০২০
মধুপুরে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চলের দক্ষিণ জাঙ্গালিয়া এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সংযোগ সড়কের জলছত্র-মাগন্তিনগরের দুই কিলোমিটার ভেতরের ওই এলাকার জঙ্গল থেকে মরদেহটি 
উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে ওই জঙ্গলে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়।

পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীর ঠিক থাকলেও মাথা থেতলানো। আট/দশ দিন আগে তাকে মেরে চেহারা বিকৃত করে দুর্বৃত্তরা জঙ্গলে ফেলে রেখে গেছে বলে ধারণা তাদের।

অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খান মো. হাসান মোস্তফা বাংলানিউজকে জানান, নিহতের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় এখন পর্যন্ত তার পরিচয় মেলেনি। ময়নাতদন্তের জন্য মরদেহটি  টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে  পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।