ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

সাভারে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, ফেব্রুয়ারি ৮, ২০২০
সাভারে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা): সাভারে ইয়াসমিন আক্তার (১৮) নামে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সাভারের উলাইল এলাকায় তার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইয়াসমিন রাজবাড়ী জেলার কালুখালি থানার জামালপুর গ্রামের মুকুল মিয়ার মেয়ে।

সে সাভারের উলাইল এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় সহকারী হিসাবে কাজ করতেন বলে জানা গেছে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) বাংলানিউজকে জানান, ভোরে নিজ ঘরে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ওই হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।