ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাথরুম থেকে উদ্ধার সেই নবজাতক এখন ছোটমণি নিবাসে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৭, মে ১৭, ২০১৯
বাথরুম থেকে উদ্ধার সেই নবজাতক এখন ছোটমণি নিবাসে উদ্ধার হওয়া নবজাতক। (বাংলানিউজ ফাইল ছবি)

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় শিশু হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার সেই নবজাতকটির (মেয়ে) ঠিকানা হলো আজিমপুরে সমাজসেবা অধিদফতরের ‘ছোটমণি নিবাসে’। 

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরের ওই নিবাসের কর্মকর্তাদের কাছে তাকে তুলে দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে আজিমপুরে নিয়ে যাওয়া হয়।

ওই নবজাতকটির নাম রাখা হয়েছে ‘গহীন’।  

এর আগে, মঙ্গলবার (১৪ মে) দুপুরে শিশু হাসপাতালের একটি বাথরুম থেকে নবজাতকটি উদ্ধার হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বাংলানিউজকে জানান, শিশুটি অসুস্থ থাকায় তাকে ছোটমণি নিবাসের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কোনো একটি শিশুকে পাওয়া গেলে তাদের চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলা হয়। পরে আজিমপুরের ছোটমণি নিবাসে স্থানান্তর করা হয়। সেখান থেকে শিশুদের দত্তক নিতে আগ্রহী দম্পতিরা পারিবারিক আদালতে মামলা করেন। কোনো শিশুকে দত্তক নিতে একাধিক আবেদন জমা পরার পর আদালত তাদের সার্বিক অবস্থা বিবেচনা করে দম্পতি নির্বাচন করেন।  

শিশু ‘গহীন’র ব্যাপারেও একই নিয়ম অনুসরণ করা হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

** রাজধানীতে হাসপাতালের বাথরুম থেকে নবজাতক উদ্ধার

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।