বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় আইসিসিবি’র হল-৪ নবরাত্রীতে এ ইফতার মাহফিলের আয়োজন হয়।
এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী ও বসুন্ধরা সিমেন্ট এবং কিং ব্র্যান্ড সিমেন্টের ঢাকা ও প্বার্শবর্তী অঞ্চলের ডিলাররা অংশ নেন।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. বেলায়েত হোসেন, ডিএমডি একেএম মাহাবুজ্জামান, উপদেষ্ঠা মেজর জেনারেল (অব.) মাহাবুব হায়দার, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরী, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার তোফায়েল হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, দৈনিক ডেইলি সান সম্পাদক এনামুল হক, চিফ মার্কেটিং অফিসার (সিমেন্ট সেক্টর) খন্দকার কিংশুক হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইফতারের আগে মুসলিম উম্মাহের শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ১৬, ২০১৯
এসএইচএস/টিএ