ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

না’গঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৫, মে ১৭, ২০১৯
না’গঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় আলী হোসেন (৫৫) নামের ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মে) বন্দরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক ধামগড় ইউনিয়নের নন্দনকানন কলোনীপাড়া এলাকার মৃত রাজ্জাক মীরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে আলী হোসেন ভ্যান গাড়ি নিয়ে ঢাকা-চ্ট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকার ওই পেট্রোল পাম্পের সামনে দিয়ে যাচ্ছিলেন। এমন সময় ঢাকাগামী একটি মাইক্রোবাস ভ্যানের পেছনে ধাক্কা দিলে আলী হোসেন ছিটকে পড়ে যান। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেলে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শাহীদা বেগম বলেন, বাড়ির পানির পাম্প হঠাৎ বিকল হয়ে যায়। তাই সকালে ঘুম থেকে ওই পাম্প মেরামত করতে নিয়ে যাচ্ছিলেন তিনি। এর কিছুক্ষণ পরই দুর্ঘটনার খবর আসে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ১৬, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।