বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটিতে পৃথক সংবাদ সম্মেলনে তিনি সবার প্রতি এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেসমিন বেগম জানান, গত রোববার (৫ মে) সকালে স্থানীয় ইছানীল স্কুলের সামনের সড়ক থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন ঝালকাঠির আঞ্চলিক কৃষি ব্যাংক অফিস থেকে অবসরে যাওয়া কর্মকর্তা মো. আবদুল ওদুদ মৃধা।
তাকে ওই স্কুলের সামনের সড়কে দাঁড় করিয়ে স্কুলের ভেতর কাজ সেরে ফিরে খুঁজে পাননি জেসমিন বেগম। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পর দিন সোমবার (৬ মে) ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। কিন্তু দিনের পর দিন অতিবাহিত হলেও স্বামীর সন্ধান পাচ্ছেন না।
নিখোঁজের পর স্বামীর আত্মীয়-স্বজনরা তাকে জড়িয়ে সংবাদ সম্মেলনে অসত্য তথ্য দিয়ে উল্টো হয়রানি করছেন বলেও অভিযোগ করেন জেসমিন বেগম।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মে ১৬, ২০১৯
এমএস/ওএইচ/