ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘নিখোঁজ’ স্বামীকে ফিরে পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৯, মে ১৭, ২০১৯

ঝালকাঠি: ঝালকাঠিতে ‘নিখোঁজ’ ব্যাংক কর্মকর্তা স্বামীকে ফিরে পেতে সবার সহযোগিতা চেয়েছেন স্ত্রী জেসমিন বেগম।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটিতে পৃথক সংবাদ সম্মেলনে তিনি সবার প্রতি এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেসমিন বেগম জানান, গত রোববার (৫ মে) সকালে স্থানীয় ইছানীল স্কুলের সামনের সড়ক থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন ঝালকাঠির আঞ্চলিক কৃষি ব্যাংক অফিস থেকে অবসরে যাওয়া কর্মকর্তা মো. আবদুল ওদুদ মৃধা।

 

তাকে ওই স্কুলের সামনের সড়কে দাঁড় করিয়ে স্কুলের ভেতর কাজ সেরে ফিরে খুঁজে পাননি জেসমিন বেগম। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পর দিন সোমবার (৬ মে) ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। কিন্তু দিনের পর দিন অতিবাহিত হলেও স্বামীর সন্ধান পাচ্ছেন না।  

নিখোঁজের পর স্বামীর আত্মীয়-স্বজনরা তাকে জড়িয়ে সংবাদ সম্মেলনে অসত্য তথ্য দিয়ে উল্টো হয়রানি করছেন বলেও অভিযোগ করেন জেসমিন বেগম।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মে ১৬, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।