ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খাদ্যে ভেজাল নির্মূলে কাজ করছে ১৯ মন্ত্রণালয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৯, মে ১৭, ২০১৯
খাদ্যে ভেজাল নির্মূলে কাজ করছে ১৯ মন্ত্রণালয়

নওগাঁ: যারা খাদ্যে ভেজাল দেয় তারা শত শত মানুষকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। খাদ্যে ভেজালমুক্ত রাখতে ক্রেতা-বিক্রেতা সবাইকে সচেতন থাকতে হবে। খাদ্যে ভেজাল নির্মূলে সরকারের ১৯ মন্ত্রণালয় কাজ করছে। 

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে জেলার সার্কিট হাউজ মিলনায়তনে জেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।  

এসময় খাদ্যমন্ত্রী আরও বলেন, ভেজাল নির্মূলে ১৯টি মন্ত্রণালয়ের পাশাপাশি সারা দেশে ৪৬৫ সংস্থা কাজ করছে।

এখন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকার শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এতেই সন্তুষ্ট না বরং নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

মন্ত্রী আরও বলেন, এবার নির্বাচনী ইশতেহারেও ভেজাল বিরোধী নিরাপদ খাদ্য নিশ্চয়তার বিধান করা সাংবিধানিক অঙ্গীকার। ভেজাল বিরোধী আইন পাস হয়েছে, সেই হিসেবে কাজ চলছে। এ বিষয়ে যার যার অবস্থান থেকে প্রত্যেককে সচেতন হতে হবে।

সভায় জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন, ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান, ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অর রশীদ, অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সরদার সালাউদ্দিন মিন্টুসহ প্রমুখ বক্তব্য রাখেন।
 
এসময় জেলার সব বিভাগের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মে ১৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।