ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সবাইকে আঘাত করার জন্য ষড়যন্ত্র হচ্ছে: পীযূষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫১, মে ১৬, ২০১৯
সবাইকে আঘাত করার জন্য ষড়যন্ত্র হচ্ছে: পীযূষ সংবাদ সম্মেলনে পীযূষ বন্দ্যোপাধ্যায়, ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী অসাম্প্রদায়িকতা বিশ্বাস করে। যারা সম্প্রীতি বিশ্বাস করে তাদের আঘাত করার জন্য, শুধুমাত্র সম্প্রতি বাংলাদেশেকে আঘাত করার জন্য নয়, আমরা মনে করি সবাইকে আঘাত করার জন্য কোনো ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন সম্প্রীতি বাংলাদেশ আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী যারা, বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করে না যারা, আমাদের উন্নয়ন চায় না যারা, প্রগতিবিরোধী, তারা মুক্তিযুদ্ধের আগে এবং পরেও এর বিরোধিতা করেছে।

যখনই সুযোগ পাচ্ছে তখনই ছলে বলে কৌশলে তারা আমাদের চেতনার ওপর আঘাত করার চেষ্টা করছে।

তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত জঙ্গি শনাক্তকরণ বিজ্ঞাপন নিয়ে বাংলাদেশ সম্পর্কে অসত্য তথ্য উপস্থাপন করে দেশের মানুষদের বিভ্রান্ত করার অপ্রচেষ্টা আমাদের নজরে এসেছে। মূল কথা হলো- রোববার (১২ মে) দেশের বেশ কিছু জাতীয় পত্রিকায় প্রচারিত বিজ্ঞাপনটি প্রসঙ্গে কোনো পর্যায়ে আমাদের প্রিয় সংগঠন ‘সম্প্রতি বাংলাদেশ’র সংশ্লিষ্টতা নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব উইলিয়াম প্রলয় সমাদ্দার, সাবেক সংস্কৃতি ও তথ্যসচিব নাসির উদ্দিন আহমেদ, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী, সম্প্রতি বাংলাদেশ সদস্য সচিব মামুন আল মাহতাব স্বপ্নীল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মে ১৬, ২০১৯
এমএমআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।