ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জঙ্গিবাদে জড়িত কাউকে দেশে ফিরিয়ে আনা হবে না

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৪, মে ১৩, ২০১৯
জঙ্গিবাদে জড়িত কাউকে দেশে ফিরিয়ে আনা হবে না সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী। ছবি: বাংলানিউজ

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশি বংশোদ্ভূত কোনো জঙ্গি-সন্ত্রাসীকে এ দেশে আশ্রয় দেওয়া হবে না। তাদের বাংলাদেশে ফেরত আনাও হবে না।

রোববার ( ১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

তিউনিসিয়ায় নৌকাডুবির ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যুক্তরাজ্যের নাগরিক শামীমা বেগমের মতোই আরেক নারীর সন্ধান পাওয়া গেছে ফ্রান্সে। তার স্বামীও মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তার (স্বামী) নাম সিসিলি।

মন্ত্রী বলেন, এ নারীর বাড়ি টাঙ্গাইলে। তাকে ফিরিয়ে আনতে আমাদের অনুরোধ করেছে তার পরিবার। তবে, তাকে ফিরিয়ে আনা হবে না। জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কাউকেই দেশে ফেরান হবে না।

ড. মোমেন বলেন, ইরাকে পাঁচ বাংলাদেশি নাগরিক জেলে রয়েছেন বলে জানতে পেরেছি। তারা দালালের মাধ্যমে সে দেশে গিয়েছিলেন।

বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম তার স্বামীর সঙ্গে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়েছিলেন। এতে তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হয়। পরে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন এ নারী। সে সময় পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, শামীমাকে এ দেশে ঢুকতে দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মে ১২, ২০১৯
টিআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।