রোববার (১২ মে) দুপুরে উপজেলার বনমালীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মিয়া ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরে ফরিদ মিয়া রসুলপুর বাজার থেকে একটি অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির সামনে পৌঁছালে অটোরিকশা থেকে নেমে ভাড়া দেওয়ার সময় পেছন থেকে অন্য একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলার জারইতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামরুল ইসলাম (মানিক) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মে ১২, ২০১৯
এনটি