রোববার (১২ মে) নগরের সুবিদবাজারের ফাজিলচিস্তের ৯৪/৯৫ নং বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। মিথিলা সিলেট নগরের সুবিদবাজারের ফাজিলচিস্ত এলাকার বাসিন্দা ডা. আব্দুল হালিমের মেয়ে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, নিজ বাসায় মিথিলার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা থানায় খবর দেন। পরে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মিথিলারা চার বোন। ধারণা করা হচ্ছে পড়ালেখার অতিরিক্ত চাপে মিথিলা আত্মহত্যা করতে পারেন। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনেও আত্মহত্যার আলামত মিলেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি শাহাদাত।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মে ১২, ২০১৯
এনইউ/আরআইএস/