ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সোনারগাঁয়ে রুবেল হত্যায় জড়িত অভিযোগে গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৪, মে ১২, ২০১৯
সোনারগাঁয়ে রুবেল হত্যায় জড়িত অভিযোগে গ্রেফতার ৩ প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রুবেল নামে এক মাদক ব্যবসায়ী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এজহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১২ মে) বিকেলে গ্রেফতার ব্যক্তিদের ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠায় পুলিশ। এর আগে, শনিবার (১১ মে) রাতে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- চাঁন মিয়া, মোজাম্মেল হোসেন ও আজম আলী।  

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উত্তর কাজিপাড়া গ্রামের আনোয়ার হোসন ওরফে পুইক্কার ছেলে রুবেলকে গত বৃহস্পতিবার (৯ মে) রাতে অজ্ঞাত মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে মহজমপুর যুগিপাড়া এলাকায় ইনফিনিটি ডাটা পাওয়ার লিমিডেট নামে একটি পরিত্যক্ত কোম্পানির ভেতর থেকে রুবেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।  

এ ঘটনায় শনিবার সকালে রুবেলের মা আনোয়ারা বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে, শনিবার রাতে অভিযান চালিয়ে চাঁন মিয়া, মোজাম্মেল হোসেন ও আজম আলীকে গ্রেফতার করে পুলিশ।  

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, রুবেল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মে ১২, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।