রোববার (১২ মে) সরেজমিন নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ২১ শাহসুজা রোডে এ চিত্র দেখা গেছে।
দেখা যায়, এ সড়কটিতে চলছে নাসিকের ড্রেনের কাজ।
এলাকাবাসীর অভিযোগ, অনভিজ্ঞ, আনাড়ি শ্রমিক দিয়ে ড্রেনের কাজ করাচ্ছে নাসিক। আর তাই এ ধরনের ভুল হয়েছে। ওয়াসার লাইনগুলো তারা মাটি খুঁড়তে গিয়ে লিকেজ করে ফেলেছে। ফলে ওয়াসা যখন পানি ছাড়ে তখন ড্রেন ও আশপাশ পানিতে ভরে যায়। একই অবস্থা হয়েছে গ্যাসের ক্ষেত্রেও। গ্যাসের লাইনেও দেখা দিয়েছে লিকেজ। ফলে গ্যাস বের হওয়ার শব্দও হচ্ছে এখানে। আর বৈদ্যুতিক খুঁটিতো যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী ও নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাংলানিউজকে জানান, এখানে ডিপিডিসি এ খুঁটিটি ঠিক করছে না। ওয়াসাও একাধিকবার দেখে গেলেও পানির লাইনগুলো ঠিক করছে না। নাসিকের ঠিকাদারও সঠিকভাবে কাজ করছেন না। এতে স্থানীয়রা রয়েছে নানা সমস্যায়। যেকোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা মেয়র, ডিপিডিসি ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সবার কাছে দ্রুত এ সমস্যা থেকে এলাকাবাসীকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মে ১২, ২০১৯
আরবি/