ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রামগতিতে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, মে ১২, ২০১৯
রামগতিতে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাক্টরচাপায় আকলিমা আক্তার (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১২ মে) সকালে উপজেলার চর রমিজ ইউনিয়নের চৌধুরী বাজার বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  আকলিমা ওই এলাকার আবুল কাশেমের মেয়ে।

সে গণশিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী।  

স্থানীয়রা জানান, সকালে স্কুলে যাওয়ার পথে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে আকলিমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ১২, ২০১৯
এসআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।