ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কাপ্তাইয়ে অস্ত্রসহ বাবা-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৬, মে ১২, ২০১৯
কাপ্তাইয়ে অস্ত্রসহ বাবা-ছেলে আটক আটক বাবা-ছেলে। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। 

রোববার (১২ মে) বিকেলে কাপ্তাই থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

আটকরা হলেন- ধনমণি চাকমা (৪৬) ও তার ছেলে বিপুল চাকমা (২৫)।

এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি  উদ্ধার করা হয়।  

যৌথবাহিনী সূত্রে জানানো হয়- রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ইছড়ি ওয়াগ্যা ইউনিয়নের কাঁঠালতলী পাড়ার নিজ বাসা থেকে ধনমণি এবং তার ছেলে বিপুলকে অস্ত্রসহ আটক করা হয়েছে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ শেষে ওইদিন বিকেলে তাদের কাপ্তাই পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছৈয়দ মোহাম্মদ নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে তারা কোনো দলের হয়ে কাজ করছে কিনা এমন তথ্য জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মে ১২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।