রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বিশ্ব মা দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত ‘গরবিনী মা’ বিশেষ সম্মাননা অনুষ্ঠানে রোববার (১২ মে) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়েদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন।
তিনি বলেন, মাতৃকল্যাণে এতোসব উদ্যোগের পাশাপাশি কর্মক্ষেত্রে অনুকূল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রতিও গুরুত্ব দেওয়া প্রয়োজন। সব মা যাতে ভালো থাকেন আমাদের সবার সে লক্ষ্যে কাজ করতে হবে। কেননা, একজন সুস্থ মা, সুস্থ জাতি উপহার দিতে পারেন। মায়ের অনুপ্রেরণাই সন্তানের পথচলার শক্তি। সব কষ্ট, যন্ত্রণা ও বেদনা থেকে পরিত্রাণের আশ্রয়স্থল একমাত্র মা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বক্তব্য রাখেন। তিনি বলেন, বর্তমান প্রজন্ম মায়ের সঙ্গে ঝগড়া করে মোবাইল নিয়ে পড়ে থাকে। কিন্তু এটা করলে চলবে না। মায়ের সঙ্গে দূরত্ব রাখা যাবে না। মায়ের সঙ্গে দূরত্ব বজায় রাখলেই সন্তানরা নানা অপরাধে জড়িয়ে পড়ে।
এবার ‘গরবিনী মা-২০১৯’ সম্মাননা পেয়েছেন ১০ জন। তাদের মধ্যে রয়েছেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানের মা মনোয়ারা বেগম, সংসদ সদস্য ও নন্দিত কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগম, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামের মা জাহেদা খাতুন, ঢাবির অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানের মা আসিয়া রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের মা আমেনা খাতুন, এটিএন নিউজ এর প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহার মা আপেল রাণী সাহা, চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম, অভিনয়শিল্পী আফরান নিশোর মা আঞ্জুমান আরা, দক্ষ পাইলট ক্যাপ্টেন মোহাম্মদ জাকারিয়ার মা কাজী মাহফুজা বেগম এবং প্রথম আলো অদম্য মেধাবী হৃদয় সরকারের মা সীমা সরকার।
অনুষ্ঠানে গরবিনী মায়ের আলোকিত সন্তানেরা অনুভূতি প্রকাশ করেন।
স্বাস্থ্যপ্রতিন্ত্রী ডা. মুরাদ বলেন, মা’ই আমার পৃথিবী। মা’র জন্য আমি।
মমতাজ বলেন, গান গাওয়া জন্য মা আমায় দু’-তিন মাইল পথ এগিয়ে দিতেন। তার কারণেই আমি ওস্তাদের কাছে গান শিখতে পেরেছি। আমার সব পুরস্কার হার মেনেছে মাকে দেওয়া এ সম্মাননার কাছে।
মুন্নী সাহা বলেন, আমার সব পুরস্কারের চেয়ে সেরা পুরস্কার আমার মা। মা আমার কাছে পুলিৎজার, মা আমার একুশে। মা আমাকে কোনোদিন কিছু হওয়ার জন্য বলেননি। হয়তো চেয়েছিলেন রোদ্দুর হই। তাই আমি মানুষের ভালোবাসা পেয়েছি।
অনুষ্ঠানে ১০ জন গরবিনী মা’র হাতে সম্মাননা তুলে দেন স্পিকার। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র পরিচালক প্রীতি চক্রবর্তী’র সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ‘গরবিনী মা’ এর প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্তী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন নাগরিক টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আব্দুন নূর তুষার।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মে ১২, ২০১৯
ইইউডি/জেডএস