ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মা দিবসে প্রয়াত শিল্পী লতার আঁকা পোস্টার উন্মোচন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, মে ১২, ২০১৯
মা দিবসে প্রয়াত শিল্পী লতার আঁকা পোস্টার উন্মোচন  ছবির পোস্টার উন্মোচন, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে প্রয়াত শিল্পী লতার ২০০৩ সালে আঁকা একটি ছবির পোস্টার উন্মোচন করা হয়েছে। 

এরমধ্যে দিয়ে রোববার (১২ মে) দিবসটি পালন করেছে শিল্পী নাজনীন আখতার লতা স্মৃতি সংসদ। সকালে সংগঠনের উদ্যোগে রাজশাহীর কাশিয়াডাঙ্গা ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।



আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিল্পী আখতার লতা স্মৃতি সংসদের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।  

এসময় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবী শাহীন আখতার রেণী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর ড. মোস্তফা শরীফ আনোয়ার, কাশিয়াডাঙ্গা কলেজ গভর্নিং বডির সভাপতি আবু সালেহ ও স্থানীয় দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।  

সভায় মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি কল্পনা রায়, কাশিয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ গোলাম গাউস, উপাধ্যক্ষ আবদুল করিমসহ অন্যান্য শিক্ষক এবং ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মে ১২, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।