ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

তানিয়ার ধর্ষকদের শাস্তি দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৯, মে ১২, ২০১৯
তানিয়ার ধর্ষকদের শাস্তি দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কিশোরগঞ্জে চলন্ত বাসে স্টাফ নার্স শাহীনুর আক্তার তানিয়ার ধর্ষক ও হত্যাকারীদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি ও নার্সদের জন্য নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ মে) দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় হাসপাতালে কর্মরত নার্সসহ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম স্বানাপের সভাপতি আম্বিয়া পারভীন, সাধারণ সম্পাদক শাহনাজ সিদ্দিক, শেফালী রহমান, জহির রায়হান লিটন, শান্তি রানী রায়, রাজিব কুমার বিশ্বাস, নূর ইসলাম, খালেদা বানু, আঞ্জুমান আরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২১ঘণ্টা, মে ১২, ২০১৯
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।