ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শত কোটি টাকা প্রতারণার মূলহোতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, মে ১২, ২০১৯
শত কোটি টাকা প্রতারণার মূলহোতা আটক

ঢাকা: অনলাইন মার্কেটিংয়ের নামে কয়েক হাজার গ্রাহকের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতাকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআআডি)।

শনিবার (১১ মে) দিনগত রাতে তাকে আটক করা হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান।

তিনি বলেন, রেক্স আইটি ইন্সটিটিউট নামক একটি প্রতিষ্ঠান ডিজিটাল মাধ্যমে অনলাইন মার্কেটিংয়ের নামে কয়েক হাজার গ্রাহকের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

এ প্রতারণার মূলহোতাকে সিআইডি আটক করেছে।

রোববার (১২ মে) বেলা ১১টায় সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, মে ১২, ২০১৯
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।