শনিবার (১২ মে) রাতে নরসিংহপুরের বেরন এলাকার চামড়া শুকানোর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আসলাম ভোলা সদরের বাপতা গ্রামের আক্কাস আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় আশুলিয়ার বেরন এলাকার হুজহু ভাইজিয়া গ্লোবস কোম্পনি লিমিটেডের চমড়া শুকানোর একটি খোলা মাঠে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানার খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটাস্থল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তার কাছে ড্যান্ডি (মাদক দ্রব্য) পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন।
বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, মে ১২, ২০১৯
এমজেএফ