ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢামেক সংলগ্ন রাস্তা থেকে মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৫, মে ১২, ২০১৯
ঢামেক সংলগ্ন রাস্তা থেকে মরদেহ উদ্ধার ...

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাচীর সংলগ্ন রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

শনিবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে শাহবাগ থানার টহল পুলিশ ওই ব্যক্তিকে দেখতে পেয়ে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) এহসানুল হক বাংলানিউজকে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগেরর বাইরে চতুর্থ শ্রেণির ক্যান্টিনের সামনে অচেতন অবস্থায় ওই ব্যক্তি পড়েছিলেন।

পরে আমরা তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির বয়স আনুমানিক (৪০) বছর।

কর্তব্যরত চিকিৎসক জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে। অসুস্থতা জনিত কারণে মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মে ১২, ২০১৯
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।